স্পেনে চলতি বছরের ২৬ জুন থেকে বাড়ির বাইরে বের হলে আর বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে না। সে দেশের প্রধানমন্ত্রী এ কথা ঘোষণা করেছেন।
স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজের এ ঘোষণায় সাধারণ জনগণ বেশ সন্তুষ্ট। প্রধানমন্ত্রী বলেছেন, আগামী ২৬ জুন থেকে স্পেনে বাড়ির বাইরে বের হলে আর মাস্ক পরার বাধ্যবাধকতা থাকবে না।
করোনাভাইরাস সংক্রমণ স্পেনে বিপজ্জনক রূপ নিতেই একাধিক কঠিন সিদ্ধান্ত নেয় সে দেশের প্রশাসন। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছিল। প্রত্যেকে যাতে বাড়ির বাইরে পা রাখলে মাস্ক পরেন, সে ব্যাপারে প্রশাসনের তরফে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছিল।
পুরো স্পেনও করোনা মোকাবিলায় গত এক বছরের বেশি সময় ধরে সরকারের পাশে ছিল। কভিড প্রোটোকল প্রত্যেকে মেনে চলায় সে দেশে সংক্রমণে লাগাম পরানো গেছে।
আগে ফ্রান্সে মাস্কের হাত থেকে মুক্তি পেয়েছে জনগণ। এবার স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ জানিয়েছেন, আগামী ২৬ জুন থেকে স্পেনে বাড়ির বাইরে বেরোলে আর মাস্ক পরা বাধ্যতামূলক থাকছে না। স্পেনের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।