মহামারির মধ্যে অতিরিক্ত কাজের চাপে অবসাদে ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এরপরই স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেলেন তিনি। সম্প্রতি জাপান সরকারের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
সর্বশেষ তার মেডিকেল চেকআপ করা হয়েছিল ১৩ জুন। এবার সেই চেকআপের ফলোআপ।
প্রধানমন্ত্রীর নিকটজনের বরাত দিয়ে জানিয়েছে, এটা আবের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ছিল। সরকারি সূত্রের বরাত দিয়ে নিপ্পন টিভি জানিয়েছে, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি উদ্বেগ হওয়ার মতো নয়।
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় অত্যধিক কাজের চাপে অবসাদে ভুগতে পারেন প্রধানমন্ত্রী আবে।
বছরে নিয়মিত ২বার আবের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।