মহামারি প্রতিরোধে হার্ড ইমিউনিটির চিন্তা করা অনৈতিক বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস। সোমবার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
হার্ড ইমিউনিটি বলতে আমরা বুঝি, যখন একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে নির্দিষ্ট অনুপাতে ভ্যাকসিন দেওয়া হয়, যাতে ওই কমিউনিটিতে আর সংক্রমণ না হয়।
একে বলে হার্ড ইমিউনিটি। অনেক বিশেষজ্ঞ বলেছেন, ভ্যাকসিন না আসা পর্যন্ত হার্ড ইমিউনিটির জন্য করোনাকে ছড়াতে দেওয়া উচিত। এ নিয়ে গেব্রিয়াসিস বলেন, এ দৃষ্টিভঙ্গি নৈতিকভাবে সমস্যাযুক্ত।
বৈশ্বিক মহামারি দূরের কথা, জনস্বাস্থ্যের ইতিহাসে কোনো রোগের প্রভাব ঠেকাতে হার্ড ইমিউনিটি ব্যবহার করা হয়নি।