রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক গণভোটের আয়োজন করছেন যা আগামী ১লা জুন অনুষ্ঠিত হবে। সেই ফলাফলের উপর নির্ভর করছে ২০২৪ সালের পরে আরও দুই মেয়াদে অর্থাৎ ২০৩৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার!
প্রায় ২০ বছর ক্ষমতায় আছেন পুতিন। এই সময়ে তিনি কখনো প্রেসিডেন্ট বা কখনো প্রধানমন্ত্রী ছিলেন। যদিও রাশিয়ান সংবিধান অনুযায়ী টানা দুবার কেউই ক্ষমতায় থাকতে পারে না কিন্তু তিনি তা করেছেন এবং রাশিয়ার একচ্ছত্রবাদ কায়েম করেছেন। যার ফলে তিনি রাশিয়ায় অপ্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
এদিকে ভোটের ফলাফলে তার পক্ষেই যাবে সেটা সুনিশ্চিত। এর আগে তার বিরুদ্ধে বহুবার জাল ভোটে বিজয়ী হবার অভিযোগ আছে। করোনার মাঝেও তার ক্ষমতা এতোটুকুও কমে নি। গণভোটে অন্তত ৫০% শতাংশের বেশি ভোটার হলেই একমাত্র সংবিধান সংস্কার করা সম্ভব। তাই সরকারি সংগঠন সমূহ মানুষকে ভোটকেন্দ্রে যেতে বাধ্য করবেন বলেও পশ্চিমা দেশগুলোর অভিযোগ।