যত দিন যাচ্ছে ততই বাড়ছে করোনা সংক্রমণ বৃদ্ধির হার। সামাজিক দূরত্ব মানা হচ্ছে, মাস্ক পরা হচ্ছে, কোথাও চলছে সাপ্তাহিক লকডাউন কিন্তু সংক্রমণের গতি কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৭৭ হাজারেরও বেশি মানুষের। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড এখন ভারতের।
দ্বিতীয় দিনের মত ভারতে দৈনিক করোনা সংক্রমণ ৭৫ হাজারের বেশি। অর্থাৎ শুধু গত দুদিনেই ভারতে দেড় লাখের বেশি মানুষ নতুন করে সংক্রমিত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ভারতে ৭৭ হাজার ২৬৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যা গতকালের থেকে প্রায় আড়াই হাজার বেশি। এ পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষ ৮৭ হাজার ৫০১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৭ জনের। এ পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫১ হাজার ৫২৯ জনের।
আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থও হয়েছেন ৬৪ হাজারের বেশি মানুষ। ফলে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ২৫ লক্ষ ৮৩ হাজার ৯৪৮ জন। তবে এখনো করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে প্রায় ৭ লক্ষ ৪৩ হাজার ২৩ জন।
ভারতে এখন তৃতীয় স্থানে থাকলেও, প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা আমেরিকা এবং ব্রাজিলের থেকে দেশটির দৈনিক সংক্রমণ বৃদ্ধির গতি এখন অনেকটাই বেশি। তাছাড়া মোট সংক্রমণের নিরিখেও ব্রাজিলকে প্রায় ছুঁয়ে ফেলার অবস্থায় আছে ভারত।