সাম্প্রতিক শিরোনাম

২৭ হাজার রুপির বিনিময়ে বোনকে বিক্রি করে দেওয়ার অভিযোগ

১৩ বছর বয়সী বোনকে যৌনপল্লিতে বিক্রি করে দিয়েছে তারই সৎ‌ ভাই। মাত্র ২৭ হাজার রুপির বিনিময়ে বোনকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করেছে।

১৮ জুলাই ঘটনাটি ঘটে। তবে তখনো পুলিশের কাছে কোনো খবর ছিল না। নিজেকে বাঁচানোর মরণপণ লড়াই চালিয়ে যাচ্ছিল মেয়েটি। সে উপস্থিত বুদ্ধির জোরে ১০০ ডায়াল করে পুলিশের কাছে সাহায্য চায়। কান্দুকুর থানায় পুলিশ ইন্সপেক্টর বিজয় কুমার জানিয়েছেন, মেয়েটির ফোন ট্র্যাক করে পুলিশ ওই এলাকায় পৌঁছায়। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে।

অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় ঘটনাটি ঘটেছে। সেখানকার সিঙ্গারায়াকোন্ডার যৌনপল্লিতে অভিযান চালিয়ে মঙ্গলবার কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এরপর প্রকাশ্যে আসে পেছনের ঘটনা। পুলিশের কাছে দেওয়া বয়ানে মেয়েটি তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছে।

বাবার দ্বিতীয় বিয়ে হওয়ার পর তার জন্ম হয়। কিন্তু বাবা ও মায়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া হওয়ায় সে সৎ‌ ভাইয়ের কাছে গিয়ে থাকত।

মেয়েটির বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। এ ছাড়াও জমি নিয়ে বিবাদও ছিল। নেল্লোরের কাভালি থেকে শিশুটিকে নিয়ে যায় তার সৎ‌ ভাই ও ভাইয়ের স্ত্রী। তারা মেয়েটিকে সিঙ্গারায়াকোন্ডায় নিয়ে গিয়ে ২৭ হাজার রুপিতে যৌনপল্লিতে বিক্রি করে দেয়।

যদিও চুপ করে বসে ছিল না মেয়েটি। সে ক্রমাগত পালাবার পথ খুঁজতে থাকে। অবশেষে একটি মোবাইল পেয়ে সেখান থেকে ১০০ ডায়াল করে। খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের দিকে রওনা দেয় বিরাট পুলিশ। 

সেখানে গিয়ে তারা মেয়েটিকে উদ্ধার করে। গ্রেফাতার করা হয় ওই বাড়ির মালিককে। পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত ওই বালিকা। তার কাছ থেকে বয়ান রেকর্ড করা হয়েছে। বর্তমানে কাউন্সিলিং দেওয়া হচ্ছে।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...