তুরস্কের সেই সোফিয়ায় ৮৬ বছর পর শোনা গেল আজানের ধ্বনি। এ সময় হাইয়া সোফিয়া মসজিদের বাইরে এক তুর্কী নারীকে উল্লাস করতে দেখা যায়।
তুরস্কের এক আদালতের রায়ের পর ইস্তাম্বুলের খ্যাতনামা হাইয়া সোফিয়ায় আজান দেওয়া হয়েছে। এর আগে সাবেক এই গির্জাকে জাদুঘরে পরিণত করা ঠিক ছিল না বলে রায় দিয়েছে তুর্কী আদালত।
এর পরেই তুরস্কের ইসলামপন্থী সরকারের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এটিকে মসজিদ বানানোর এক বিতর্কিত আদেশে সই করেছেন।
দেড় হাজার বছরের পুরনো হাইয়া সোফিয়া এক সময় ছিল বিশ্বের সবচেয়ে বড় গির্জা, পরে তা পরিণত হয় মসজিদে, পরে একে জাদুঘরে রূপান্তরিত করা হয়।
রিসেপ তাইয়্যেপ এরদোগান বলছেন, আদালতের রায়ের পর নামাজ পড়ার জন্য হাইয়া সোফিয়াকে খুলে দেওয়া হবে।
টুইটারে এক পোস্টে এরদোগান জানান, হাইয়া সোফিয়ার সম্পত্তি ‘দিয়ামাত’ বা তুর্কী ধর্মীয় বিষয়ক দপ্তরের হাতে হস্তান্তর করা হবে। এর পরই হাইয়া সোফিয়াতে প্রথমবারের মতো আজান দেওয়া হয়।
সরকারের কট্টরপন্থী সমর্থক ‘হাবার টিভি’সহ অন্যান্য টেলিভিশন চ্যানেলে এই দৃশ্য সম্প্রচার করা হয়।