বিভাগ জাতীয়

নিম্ন আদালতে বিচার সম্পন্ন না হওয়ায় হাইকোর্ট বিস্ময় প্রকাশ

সাম্প্রতিক সংবাদ
মুনতাহা মিহীর
Sponsored

৩২ বছর আগে পুরান ঢাকায় সংঘটিত সীমা মোহাম্মদী হত্যা মামলায় নিম্ন আদালতে বিচার সম্পন্ন না হওয়ায় হাইকোর্ট বিস্ময় প্রকাশ করেছেন।

হাইকোর্ট মামলাটির বিচার তিন মাসের মধ্যে সম্পন্ন করতে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে যে সাক্ষীর (চিকিৎসক) জন্য মামলাটির বিচার আটকে আছে তাঁর সাক্ষ্য ছাড়াই অন্যান্য নথিপত্রের ভিত্তিতে বিচার সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর পরও এ সময়ের মধ্যে বিচার সম্পন্ন করতে না পারলে বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। সীমা হত্যা মামলার বিচার নিম্ন আদালতে ঝুলে থাকা নিয়ে গত ৬ অক্টোবর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেন আদালত।

প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

গতকাল প্রতিবেদনটি আদালতের নজরে আনার পর বেঞ্চের সিনিয়র বিচারপতি রাষ্ট্রপক্ষের আইনজীবীর মতামত জানতে চান। জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাপ্পী বলেন, ‘মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে আপনারা আদেশ দিতে পারেন।

এ সময় আদালত বলেন, একটি মামলা বছরের পর বছর ধরে পড়ে থাকবে, বিচার হবে না, তা তো হতে পারে না। এরপর আদালত তিন মাসের মধ্যে মামলা নিষ্পত্তির আদেশ দেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, পুরনো ঢাকার জগন্নাথ সাহা রোডে ১৯৮৮ সালের ২৬ এপ্রিল খুন হয় সীমা মোহাম্মদী (২০)। এ ঘটনায় মোহাম্মদ আহমদ ওরফে আমিন নামে এক যুবককে আসামি করে লালবাগ থানায় মামলা করেন সীমার মা ইজহার মোহাম্মদী।

তদন্ত শেষে ওই বছরের ২৫ জুন একমাত্র আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। কিন্তু আসামি পলাতক থাকায় ১৯৯৯ সালের ২২ জুন তাঁকে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়।

এরপর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ২০০১ সালের ২৯ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিচারিক আদালত।

তদন্তকারী পুলিশ কর্মকর্তা ও ময়নাতদন্তকারী চিকিত্সকের অবহেলার কারণে বারবার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের তৎকালীন প্রভাষক আনোয়ার হোসেন সাক্ষ্য দিতে অদ্যাবধি আদালতে হাজির হননি।

ফলে ১৯ বছরে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ১১২ বার তারিখ পড়েছে। পাশাপাশি ওই আদালতের ১১ জন বিচারক বদল হয়েছেন। এরই মধ্যে মামলার বাদীও মারা গেছেন।

এদিকে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী তারিখ আগামী ১৮ নভেম্বর ধার্য রয়েছে বলে জানা গেছে।

Sponsored
Leave a Comment

সর্বশেষ

রাওয়ালপিন্ডিতে বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা

ঢাকা, ২৪ আগস্ট ২০২৫: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর…

August 24, 2025

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের…

April 24, 2025

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড"…

February 26, 2025

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের…

December 29, 2024

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…

September 21, 2024

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…

March 4, 2024
Sponsored