অধ্যাপক আসিফ নজরুলের তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন, “একটি অনলাইন পত্রিকায় একটা সংবাদ চোখে পড়লো খুব। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক সাহেদ-পাপিয়া’র আশ্রয়-প্রশ্রয় দাতাদের হাত ভেঙ্গে দিয়ে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তিনি বলেন, সাহেদ-পাপিয়ারা কিভাবে দলে ঢুকে পড়ে? নিশ্চয়ই কোন ফাঁকফোকর আছে? যে নেতার হাত ধরে ঢোকে সেই নেতার হাতকে ভেঙ্গে দিতে হবে।
তিনি আরো বলেছেন, যে তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে কারণেই তিনি এসব কথা বলেন না কেন, এটা খুব পছন্দ হয়েছে আমার। এটাই জনগণের কথা। তবে বাস্তবায়ন হবে বলে বিশ্বাস হয় না।”