২০০৯ সালে যখন শেখ হাসিনা ক্ষমতা নেন তখন দেশের অবস্থা অতোটা উন্নত ছিলোনা। কিন্তু তিনি দেশকে এমন ভাবে গড়ে তুললেন যারা তলা বিহীন ঝুড়ির দেশ বলতো তারাও শেখ হাসিনার কাছে উন্নয়নের রহস্য জানতে চায়।
শেখ হাসিনার উন্নয়নের মূলে অন্য গল্প রয়েছে। মূলত পিতার গড়ে যাওয়া স্বপ্ন আর দেশের মানুষের প্রতি ভালোবাসা শেখ হাসিনাকে উদ্ভুদ্ধ করেছে। যার কারনে থামাতে পারেনি কোনো বাধাই। আজ বাংলাদেশ পৃথিবীর বুকে উচ্চ শিখরে।
কিন্তু দেশের মানুষ কতটা তা স্বীকার করে কিংবা কতটা উন্নয়ন চায়, আদৌ কি উন্নয়ন শব্দটার সাথে তারা পরিচিত? তারা উন্নয়নের সুবিধা নিজেদের কাজে লাগাতে আগ্রহী? না, বাংলাদেশের মানুষ উন্নয়ন সহজে বুঝতে পারেনা। স্যাটেলাইট পাঠানোতে যে জাতি অপচয় মনে করে তাদের জন্য উন্নয়ন করে কি লাভ হবে?
এরা যদি প্রাচীন যুগের ঘোড়ার গাড়িতে করে চলাফেরা করতো কিংবা গুহায় বসবাস করতো সেটাই এদের জন্য শ্রেষ্ঠ ছিলো। কবে এরা মানুষ হবে? যারা দেশের কোনো উন্নয়নের কথা শুনলে হাসি তামাশা করতে পারে তাদের জন্য কি উন্নত জীবনযাপন সত্যি প্রয়োজন?