ইরাকে বর্তমানে ৫ হাজার ২শ’ মার্কিন সেনা রয়েছে। তার মধ্যে এমাসেই ২ হাজার ২শ’ সেনা প্রত্যাহার করা হবে।ইরাক থেকে সেনা প্রত্যাহারে অফিসিয়াল ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (০৯ সেপ্টেম্বর) দেশটি এ ঘোষণা দেয় বলে খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
ইরাকে ২০০৩ সালে শুরু হওয়া মার্কিন অভিযানের পর সেনা প্রত্যাহারের প্রথম অফিসিয়াল ঘোষণা। মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এনে হামলা চালায়। যদিও পরে মার্কিন দাবি মিথ্যা প্রমাণিত হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরাকে মার্কিন সেনা উপস্থিতি মধ্যপ্রাচ্যের এ দেশটিতে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বয়ে আনতে পারেনি বরং উল্টো গোটা অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।