রাশিয়ান ক্ষেপণাস্ত্র আবারও কিয়েভ অঞ্চলের অবকাঠামোতে আঘাত করেছে।
বৃহস্পতিবার কিয়েভের গভর্নর ওলেক্সি কুলেবা এই তথ্য টেলিগ্রামে নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার। বৃহস্পতিবার সকালে রুশ বাহিনী ভিশগোরোড জেলার একটি সম্প্রদায়ের উপর রকেট হামলা শুরু করেছে।
ভিশগোরোড অঞ্চলটি ইউক্রেনের রাজধানীর সরাসরি উত্তরে অবস্থিত। কিয়েভ সিটি কাউন্সিল একই সময়ে একটি এয়ার অ্যালার্ট অ্যালার্ম জারি করে, বাসিন্দাদের আশ্রয় নেওয়ার আহ্বান জানায়।
তিনি আরও বলেন, হতাহতদের সম্পর্কে এখনো তেমন কিছু জানা যায়নি। সব জরুরি পরিষেবা ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ করছে।