ইমরান খান সরকার মিথ্যা অভিযোগে রাজনীতিবিদদের বন্দি করছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রভাবশালী ডানপন্থী রাজনীতিবিদ এবং জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজল-উর-রেহমান। এ জন্য ইমরান সরকারের নিন্দাও জানিয়েছেন তিনি।
এনএবি পাকিস্তানি এই রাজনীতিবিদকে তলব করেছিল। ৪ অক্টোবর ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ব্লুমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে এক সমাবেশে মাওলানা ফজল-উর-রেহমান পাকিস্তান সরকারের ফেডারেল এক্সিকিউটিভ এজেন্সি এনএবিকে ‘সমান্তরাল সরকার’ চালানোর জন্য অভিযুক্ত করেছিলেন বলে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে।
রেহমান বলেন, আইনটি তাদের পক্ষে অপ্রাসঙ্গিক, যদি আমরা পাকিস্তানে এভাবে বেঁচে থাকতে চাইতাম, তবে আমরা কেন স্বাধীনতার লড়াই শুরু করলাম?
বর্তমান পাকিস্তান নেতৃত্বকে ‘আমেরিকার পুতুল’ বলে আখ্যায়িত করে মাওলানা বলেন, ‘পাকিস্তান আমার বাড়ি। আমি তোমাকে পাকিস্তানের উত্তরাধিকারী মনে করি না। আমি একজন স্বতন্ত্র মানুষ।
আমরা লড়াই করি না, তবে এগিয়ে যাওয়ার আগে সাবধানতার সঙ্গে ভাবুন।