করোনা ভাইরাসের প্রভাবে যুক্তরাষ্ট্রের মানুষের জীবনের নিরাপত্তার কথা ভেবে জাতীয় জরুরি অবস্থা জারি করলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ৪১ জনের মৃত্যুর পর এ ঘোষণা দিলেন ট্রাম্প। এর জেরে এই ভাইরাসকে প্রতিহত করার জন্য ৫,০০০ কোটি ডলার ব্যবহার করতে পারে মার্কিন প্রশাসন।
হোয়াইট হাউজের রোজ গার্ডেনে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, বড় অঙ্কের এ অর্থ দেশের মানুষ ও প্রদেশের জন্য ব্যয় করা হবে। সবাই মিলে এ রোগের বিরুদ্ধে লড়াই করবো। আগামী ৮ সপ্তাহ অর্থাৎ দুই মাসের মধ্যে এই ভাইরাসকে দেশ থেকে সম্পূর্ণ ভাবে নির্মূল করা হবে বলেও জানিয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। সে দেশে এখনও পর্যন্ত ৩৮ জন মৃতের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। এ ছাড়াও কোভিড ১৯-এ (Covid 19) আক্রান্ত আরও বহু মানুষ।
অভিযোগ উঠছিল, করোনাভাইরাস ঠেকাতে বিশেষ কিছু পদক্ষেপ করতে দেখা যাচ্ছে না আমেরিকাকে। এর পরেই জরুরী অবস্থা জারি করে ব্যাপারটাকে মোকাবিলায় নামলেন ট্রাম্প।