শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন দ্বারা মুনতাহা মিহীর - August 18, 2020 শেয়ার FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintLINEViber রাজধানী ম্যানিলা থেকে ৪৫১ কিমি দক্ষিণ পূর্বে ছিল এই কম্পনের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। মঙ্গলবার সকাল ৫ টা ৩৩ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়। পৃষ্ঠের ১০ কিমি গভীরে আঘাত হানে এই ভূমিকম্প।