সৌদি আরবের জাতীয় জ্বালানি উৎপাদন ও বাজারজাতকরণ কোম্পানি সৌদি আরামকোর দেয়া বিবৃতিতে জানায়, সৌদি আরবে জ্বালানির দাম কমানো হয়েছে। বর্তমান অবস্থার কারনে অর্থনীতির সাথে সমম্বয় করে এই দাম কমানো হয়েছে বলে ব্যাখ্যা করে আরামকো।
সৌদি আরবের জাতীয় ইংরেজী গনমাধ্যম সৌদি গ্যাজেট জানায়, পেট্রল-৯১ এর দাম লিটারে ১.৩১ রিয়েল থেকে লিটার প্রতি ০.৬৭ মূল্য নির্ধারন করা হয়েছে। অন্যদিকে পেট্রল-৯৫ এর দাম লিটারে ০.৮২ করা হয়েছে যা পূর্বে ছিলো ১.৪৭ রিয়েল। এক মাসে এ নিয়ে দুইবার জ্বালানির দাম কমালো সৌদি আরব। করোনা পরিস্থিতিতে অন্যান্য দেশের মত সৌদি আরবের অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়ছে।
সৌদিতে আজ রেকর্ড ১৯১২ জন করোনারোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত হওয়া আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৩৯০৪৮ জন। অন্য দিকে আক্রান্তদের মাঝে মারা গিয়েছে ৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৪৬ জন। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ১৩১৩ জন। নিয়ে মোট সুস্থ হলো ১১৪৫৭ জন।